
ইমরান খানের ওপর হামলাকারীর যাবজ্জীবন কারাদণ্ড ও ১৫ লাখ রুপি জরিমানা
Progga News Desk:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের ওপর হামলার প্রধান অভিযুক্ত ব্যক্তিকে দুটি পৃথক যাবজ্জীবন কারাদণ্ড ও ১৫ লাখ রুপি জরিমানা করা হয়েছে। গুজরানওয়ালার একটি সন্ত্রাসবিরোধী আদালত গত শনিবার এ সাজা ঘোষণা করেছেন।
পাঞ্জাবের ওয়াজিরাবাদে ২০২২ সালের ৩ নভেম্বর পিটিআইয়ের বিক্ষোভের সময় এ হামলার ঘটনা ঘটে। নাভিদ বশীর নামের এক বন্দুকধারীর গুলিতে ইমরান খান, সিনেটর ফয়সাল জাভেদসহ কয়েকজন আহত হন। এ ঘটনায় পিটিআইয়ের একজন কর্মী নিহত হন। পুলিশ ঘটনাস্থলেই প্রধান হামলাকারীকে গ্রেপ্তার করে।
ইমরান খান তখনকার ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রীসহ জোট সরকারকে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ করেন। ঘটনাটির প্রথম এফআইআর ৭ নভেম্বর ওয়াজিরাবাদের সিটি থানায় দায়ের করা হয় এবং ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় একটি যৌথ তদন্ত দল (জেআইটি) গঠন করা হয়।
সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক মোহাম্মদ নাঈম সেলিম গত শনিবার শুনানি শেষে মামলার রায় ঘোষণা করেন। আদালত প্রধান অভিযুক্ত নাভিদকে হত্যা ও সন্ত্রাসবাদের অভিযোগে দুটি পৃথক যাবজ্জীবন কারাদণ্ড দেন। অপর দুই অভিযুক্ত তৈয়ব জাহাঙ্গীর বাট ও ওয়াকাস খালাস পান। গুজরানওয়ালা কেন্দ্রীয় কারাগারের সুপারিনটেনডেন্টের উদ্দেশে জারি করা সাজা কার্যকরের ওয়ারেন্ট অনুযায়ী, নাভিদকে পাকিস্তান দণ্ডবিধির (পিপিসি) ৩০২বি ধারা (পরিকল্পিত হত্যা) এবং সন্ত্রাসবিরোধী আইনের (এটিএ) ৭এ ধারা (সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের জন্য শাস্তি) অনুযায়ী পৃথকভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।